মাধবপুরে গাঁজাসহ একজন গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৩, ৩:০৪:০৩ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ এক পাচারকারিকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার ধর্মঘর মনতলা সড়কের বরুড়া এলাকায় গত বৃহস্পতিবার রাতে টহল পুলিশ গাঁজাসহ তাকে গ্রেফতার করে। ধৃত আল আমিন (৩৫) শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের রনি গাজীর ছেলে। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম খান জানান, বৃহস্পতিবার রাতে ১০ কেজি গাঁজাসহ আল আমিনকে গ্রেফতার করা হয়। এসময় দেবনগর গ্রামের মমিন হোসেন এর ছেলে আখলাস ওরফে এখলাস (৪৫) ও সেলিম মিয়া (৩৮) পালিয়ে যায়। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।