কোরআন পোড়ানো ঠেকাতে আইন করতে যাচ্ছে ডেনমার্ক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৩, ৩:২৮:২১ অপরাহ্ন
ডাক ডেস্ক : কোরআন পোড়ানো ঠেকাতে একটি আইন প্রস্তাব করতে যাচ্ছে ডেনমার্ক সরকার। প্রকাশ্যে কোরআন পোড়ানোর প্রতিবাদে মুসলিম বিশ্বে ক্ষোভ সৃষ্টির পরই এ উদ্যোগ নিল দেশটির সরকার। আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গতকাল শুক্রবার ডেনমার্কের বিচারমন্ত্রী পিটার হামেলগার্ড বলেছেন, সরকার একটি প্রস্তাব পেশ করবে, যা একটি ধর্মীয় সম্প্রদায়ের পবিত্র গ্রন্থের প্রতি বিদ্বেষমূলক আচরণ নিষিদ্ধ করবে। প্রকাশ্যে কোরআন পোড়ানো অবমাননাকর ও ঘৃণ্য কাজ, যা ডেনমার্কের স্বার্থের ক্ষতি করে।
বিচারমন্ত্রী আরও বলেন, নতুন আইনটি ডেনমার্কের দ-বিধির ১২ অধ্যায়ের অন্তর্ভুক্ত হবে, যা জাতীয় নিরাপত্তা রক্ষা করার পাশাপাশি আরও শক্তিশালী করবে। এ আইনের মাধ্যমে প্রকাশ্যে কোরআন, বাইবেল অথবা তোরাহ পোড়ানোর মতো কাজ দ-নীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া ভিন্ন দেশের পতাকার সম্মান রক্ষার নীতিতেই প্রস্তাবিত আইনটি করা হবে বলে জানিয়েছেন দেশটির বিচারমন্ত্রী।
গত সপ্তাহে এক বিবৃতিতে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন বলেছিলেন, ধর্মগ্রন্থ জ্বালিয়ে দেওয়া আপত্তিকর ও বেপরোয়া কাজ। যে কয়জন এমন কাজ করেছে, তারা ড্যানিশ সমাজ বা মূল্যবোধের প্রতিনিধিত্ব করে না।
এর আগে ১৯ আগস্ট কোরআন পোড়ানো বন্ধ করতে আইন করে পুলিশের ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সুইডেন সরকার।