‘সংসদ ভেঙে নির্বাচনকালীন দলনিরেপক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৩, ৪:১৪:৫৪ অপরাহ্ন
সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন দলনিরপেক্ষ তদারকির সরকারের অধীনে নির্বাচন, নিত্যপণ্যের দাম কমানো, সাইবার সিকিউরিটি আইন বাতিলের দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক ও সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান এর সভাপতিত্বে এবং বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সঞ্জয় কান্ত দাশ এর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ জেলার আহবায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি সিরাজ আহমদ, সিপিবি বিভাগীয় সমন্বয়কারী এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য মুখলেছুর রহমান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ডাঃ হরিধন দাশ, বাসদ জেলা সদস্য মামুন বেপারি প্রমুখ। বিজ্ঞপ্তি