তাহিরপুরে ইয়ুথ কপ রিজিওনাল কনসালটেশন জলবায়ু পরিবর্তনের ফলে হাওর এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৩, ৫:০৫:১৮ অপরাহ্ন
ডাক ডেস্ক ॥ সুনামগঞ্জের তাহিরপুরে আয়োজিত ইয়ুথ কপ রিজিওনাল কনসালটেশন কর্মশালায় বক্তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে হাওর এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বছর বছর অকাল বন্যায় ফসলহানি হচ্ছে। মানুষের জীবন ও জীবিকা কষ্টসাধ্য হয়ে উঠছে। বন্যায় মানুষের ঘরবাড়ি ভেঙে যাওয়ায় অনেক মানুষ এলাকা ছাড়া হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় প্রচুর পরিমাণে বালি আসার কারণে মানুষের ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে। এসব সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে বিশ্ব সম্প্রদায়কে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে জলবায়ু সুবিচারেরও দাবি জানান বক্তারা।
বিশ্ব জলবায়ু সম্মেলনে তরুণদের দাবি-দাওয়া তুলে ধরতে গতকাল শনিবার তাহিরপুরে অনুষ্ঠিত হয় এ কনসালটেশন কর্মশালা। তাহিরপুর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় উপজেলার নানা প্রান্ত থেকে আগত তরুণরা হাওর এলাকার পরিবেশের নানা সমস্যা তুলে ধরেন। একই সাথে তারা হাওর সমস্যা সমাধানে বিভিন্ন পরামর্শ দেন।
কর্মশালা পরিচালনা করেন একশন এইডের ইয়ুথ হাব কো-অর্ডিনেটর আরিফ সিদ্দিকী, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা ও গ্লে¬াবাল ইয়ুথ লিডার মাহবুল আলম তামিম। তরুণদের পক্ষ থেকে উপস্থাপনা তুলে ধরে বালিজুরী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের গ্রীণ ক্লাব সদস্য মাহফুজ ও মিশু। তরুণরা পক্ষ কাল ধরে এলাকাবাসীর কাছ থেকে তথ্য সংগ্রহ করে।
সংগৃহীত তথ্যের ভিত্তিতে তাহিরপুরের তরুণদের উপস্থাপিত প্রবন্ধে হাওর এলাকার নদী ও বিলগুলো বিজ্ঞান সম্মত ভাবে খনন করা, গ্রামগুলোতে গ্রাম প্রতিরক্ষা দেয়াল তৈরি করা, হাওর এলাকায় বেশি করে হিজল, করচ সহ স্থানীয় জাতের গাছ রোপণ করা, হাওর রক্ষা বাঁধ নিয়ে অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা ও নীতিমালা অনুযায়ী বাঁধ নির্মাণ করা, ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য সরকারিভাবে বড় ধরনের নৌকার ব্যবস্থা করা, হাওরের দুর্গমতা বিবেচনায় নিয়ে প্রত্যেকটি গ্রামে একটি করে প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা, মাছের উৎপাদন বাড়াতে হাওরের মৎস্য অভয়াশ্রম গুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা, বিল সেচ দিয়ে মাছ ধরা বন্ধ করা, কোনা জাল, কারেন্ট জাল সহ সকল অবৈধ জাল দিয়ে মাছ ধরা বন্ধ করতে সরকারকে কার্যকরী ভূমিকা পালন, প্রজণনকালে মাছ ধরা বন্ধ রাখা এবং এই সময়ে জেলেদের প্রণোদনা দান, প্রত্যেক বছর হাওরে পর্যাপ্ত পরিমাণ মাছের পোনা অবমুক্ত করা, হাওরের কৃষক ও জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, জেলেদের ভাসান পানিতে মাছ ধরার অধিকার নিশ্চিত ও পরিবেশ বান্ধব ট্যুরিজম নিশ্চিত করার দাবি জানানো হয়।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে কর্মশালার সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন- তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার লিটন, সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, শহীদ জগৎজ্যোতি পাঠাগারের কোষাধ্যক্ষ আবুল হোসেন, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, সহ সধারণ সম্পাদক আবুল কাশেম, তাহিরপুর থানার এসআই পার্ডন সিংহ, বিএনপি নেতা ফেরদৌস আলম প্রমুখ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাদাঘাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, বালিজুরী ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন, উপজেলা কৃষকলীগ সভাপতি জিল্লুর রহমান, তাহিরপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম আখঞ্জি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ। একশন এইড বাংলাদেশ এবং পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা যৌথভাবে এই সভার আয়োজন করে।