ভারত সরকারের আইসিসিআর স্কলারশীপ পেলেন অনিন্দিতা মিত্র
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৩, ৪:২২:৩৯ অপরাহ্ন
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)’র নির্বাহী পরিচালক হিমাংশু মিত্র ও জাতীয় সমন্বয়কারী অনিতা দাশ গুপ্তার একমাত্র কন্যা অনিন্দিতা মিত্র ভারত সরকারের আইসিসি স্কলারশীপ নিয়ে ডক্টরেট (পিএইচডি) করার লক্ষ্যে ভারতের এনআইটিতে সুযোগ পেয়েছেন। পিএইচডি’র বিষয় হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইকনেইমক বিভাগ ‘পাবলিক পলিসি’।
উল্লেখ্য, ইতিপূর্বে অনিন্দিতা মিত্র ভারতের লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং রহতক মহর্সি দয়ানন্দ ইউনিভার্সিটি থেকে এলএলএম সম্পন্ন করেছেন।
অনিন্দিতা মিত্রের সাফল্য ও বিদেশ যাত্রা উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় সিলেট নগরির মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইন এ এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নগরির বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি