সিলেটে শ্রদ্ধা ভালোবাসায় জাতীয় কবি নজরুলকে স্মরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৩, ৪:২৯:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সারা দেশের মতো সিলেটেও গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। গতকাল রোববার কবির চিরবিদায়ের ৪৭তম বছর উপলক্ষে সকাল থেকে অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন সংগঠন। পৃথক কর্মসূচিতে কবি, সাহিত্যিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, কবির জীবনকাল ছিলো ৭৭ বছরের। তবে সৃষ্টিশীল ছিলেন মাত্র ২৩ বছর। নজরুলের এই ২৩ বছরের সাহিত্যজীবনের সৃষ্টিকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ। শত অভাব অনটনের মধ্যেও মাথানত করেননি লোভলালসা খ্যাতি ও অর্থবিত্তের বৈভবের কাছে। ‘চির উন্নত মম শির’ বলে আজীবন সংগ্রাম করে গেছেন শোষিতবঞ্চিত মানুষের মুক্তির জন্য। মানবতার মুক্তির পাশাপাশি সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, কুসংস্কার, কূপম-ূপকতার বিরুদ্ধেও তিনি ছিলেন সোচ্চার।
রবীন্দ্রনাথ ঠাকুরের দীপ্তিতে ভাস্বর বাংলা সাহিত্যের ভুবনে স্বতন্ত্র ভাষা রীতি ও শব্দের প্রয়োগে এক নতুন কাব্যধারার সংযোগ করেছিলেন নজরুল। যা তাঁকে যেমন বিপুলভাবে জনপ্রিয় করে তুলেছিল, তেমনি বাংলা কবিতাকেও সমৃদ্ধ করেছিল।
নজরুল সংগীত শিল্পী পরিষদ, সিলেট বিভাগ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল সংগীত শিল্পী পরিষদ, সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল রোববার নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক সুকোমল সেন। মূল আলোচক ছিলেন জৈন্তিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বিজন কান্তি রায়। গাজী আফরোজা বীথির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক সিলেটের ডাক এর বার্তা সম্পাদক সংগীত শিল্পী সমরেন্দ্র বিশ্বাস সমর।
আলোচনা সভা শেষে সংগীত পরিবেশন করেন হিমাংশু বিশ্বাস, অনিতা সিনহা, পূর্ণিমা দত্ত রায়, সমরেন্দ্র বিশ্বাস সমর, সুকোমল সেন, আশীষ সেন, শিল্পী চক্রবর্তী, সানজিদা সরোয়ার, অংকিতা দত্ত, ঐশি বৈদ্য, দীপ্তি পাল, গাজী আব্দুস সামাদ এরশাদ, গাজী আফরোজা বীথি ও বিজন কান্তি রায়। অনুষ্ঠানে তবলায় সহযোগিতায় ছিলেন চিন্ময় কর। গিটারে ছিলেন গাজী আব্দুস সামাদ এরশাদ।