লামাবাজারে ড্রেনের ভিতর থেকে যুবককে উদ্ধার করল ফায়ার সার্ভিস কর্মীরা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৩, ৫:০০:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নগরীর লামাবাজারের শরষপুর এলাকায় ড্রেনের ভিতর লুকিয়ে থাকা অজ্ঞাত এক যুবককে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। গতকাল রোববার দুপুরে ড্রেনের ভিতর ওই যুবকের অবস্থান টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের স্ল্যাব ভেঙে ওই যুবককে উদ্ধার করেন। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, যুবকটি মানসিকভাবে অসুস্থ।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে লামাবাজারের শরষপুর এলাকার একটি ড্রেনের ভিতর এক ব্যক্তির অবস্থান টের পান তারা। তবে সেই ব্যক্তির পরিচয় কেউ শনাক্ত করতে পারেননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘণ্টাখানেক চেষ্টার পর তাকে উদ্ধার করা হয়।
তালতলা ফায়ার সার্ভিসের লিডার শহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত যুবক মানসিকভাবে অসুস্থ। তাকে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।