মাধবপুরে ঘরে ফাঁস দিয়ে যুককের আত্মহত্যা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৩, ৪:২৬:০৫ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুরে ফেরদৌস মিয়া নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত শনিবার রাতে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফেরদৌস ওই গ্রামের রোশন আলীর ছেলে।
মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই সামস ই তাব্রীজ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।