কোম্পানীগঞ্জে মতবিনিময় সভায় জেলা প্রশাসক
২০৪১ সালে আমাদের ছেলে-মেয়েরা হবে উন্নত বাংলাদেশের নাগরিক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৩, ১:০৭:১৯ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন সিলেটের নবাগত জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।
সভায় জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বেঁচে থাকলে আমাদের জন্ম অনুন্নত বাংলাদেশে হত না। আমরা এখন উন্নয়নশীল বাংলাদেশে আছি। ২০৪১-এ উন্নত ও স্মার্ট বাংলাদেশে যাব। আমাদের ছেলে-মেয়েরা হবে উন্নত বাংলাদেশের নাগরিক। ২০০৯ সালে ক্ষমতায় এসে বঙ্গবন্ধু কন্যা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন। সেটি অর্জিত হয়েছে। মানুষ এখন বিশ্বাস করে, তিনি স্মার্ট বাংলাদেশও গড়তে পারবেন। প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টাকে সকলে মিলে বাস্তবায়ন করতে হবে।
সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা, উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন কবির মছব্বির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার, দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌফিক হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম, থানা সদর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, পল্লী বিদ্যুতের ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।