জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক উন্নয়ন সভা
চোরাচালান প্রতিরোধে মনিটরিং বাড়ানোর তাগিদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৩, ৩:২২:৪৫ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : জৈন্তাপুর উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে পৃথকভাবে এসব সভা অনুষ্ঠিত হয়।
মাসিক উন্নয়ন সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ এবং আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম।
উভয় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী, জৈন্তিয়া ১৭ পরগণা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সালাউদ্দিন মিয়া, জৈন্তাপুর মডেল থানার অফিসার (তদন্ত) আব্দুর রব, ইউপি চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, ফখরুল ইসলাম, বাহারুল আলম বাহার ও কামরুজ্জামান চৌধুরী, উপজেলা প্রকৌশলী একে এম রিয়াজ মাহমুদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মাসুদ, সমাজসেবা কর্মকর্তা একে আজাদ ভূইয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ মিফতাউজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো. আজিজুল হক খোকন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, শ্রীপুর সীমান্ত ফাঁড়ি (বিজিবি)’র ক্যাম্প কমান্ডার রজব আলী, জৈন্তাপুর ফায়ার সার্ভিস স্টেশন (ইনচার্জ) বায়েজিদ আহমদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার পাল, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক হারুন উর-রশিদ, অনলাইন প্রেসক্লাব সভাপতি এমএম রুহেল।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চলমান উন্নয়ন কাজ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করা হয়। উপজেলা সদরের বাসস্টেশন থেকে হাসপাতাল পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ ও সংস্কার কাজ বাস্তবায়ন এবং সীমান্তে চোরাচালান প্রতিরোধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি’র মনিটরিং কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।