সিলেট শিক্ষাবোর্ড
এসএসসি’র পুনঃনিরীক্ষণে ৪৭২ জনের ফল পরিবর্তন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৩, ৩:২৯:২৪ অপরাহ্ন
নতুন পাস ৭৯ জন ও জিপিএ-৫ পেলো আরও ৪৯ জন
স্টাফ রিপোর্টার : এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে সিলেট শিক্ষাবোর্ডের ৪৭২ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে অকৃতকার্য থেকে পাস করেছে ৭৯ জন এবং নতুন করে ৪৯ জন পেয়েছেন জিপিএ-৫।
গতকাল সোমবার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করে সিলেট শিক্ষাবোর্ড। সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ বছর ১৪ হাজার ২০ জন শিক্ষার্থী ফলাফল পুনঃমূল্যায়নের আবেদন করেন। এরমধ্যে ৪৭২ জনের ফল পরিবর্তন হয়। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন আরও ৪৯ জন, অকৃতকার্য থেকে পাস করেছেন ৭৯ জন ও অকৃতকার্য ১৯ জন শিক্ষার্থীর ফল অপরিবর্তিত রয়েছে। এছাড়া ৩৮১ জনের জিপিএ পরিবর্তন হয়েছে এবং জিপিএ-৫ অপরিবর্তিত রয়েছে ৭২ জনের।
গত ২৮ জুলাই এসএসসির প্রকাশিত ফলাফলে এ বছর সিলেট বোর্ডে ১ লাখ ৯ হাজার ৫৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৩ হাজার ৩০৬ জন পাস করেন। পাসকৃতদের মধ্যে ছেলে ৩৩ হাজার ৯০৯ জন ও মেয়ে ৪৯ হাজার ৩৯৭ জন।
এবার জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৫২ জন। এরমধ্যে ছেলে ২ হাজার ৪৭০ ও মেয়ে ২ হাজার ৯৮২ জন। গত বছরের চেয়ে ২ হাজার ১১৩টি জিপিএ-৫ কমেছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৭ হাজার ৫৬৫ শিক্ষার্থী।