জগন্নাথপুরে এক সপ্তাহ ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৩, ৩:৩১:২৬ অপরাহ্ন
সেতুর সংস্কার কাজ শেষ হয়নি
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার নলজুর নদের কাটাগাঙ্গের ওপর ভেঙে যাওয়া বেইলি সেতুর সংস্কার কাজ শেষ না হওয়ায় এক সপ্তাহ ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও পরিবহন চালকরা।
সওজ ও এলাকাবাসী সূত্র জানায়, রাজধানী ঢাকার সঙ্গে সুনামগঞ্জ জেলার সড়ক যোগাযোগ দূরত্ব কমাতে গত বছরের নভেম্বর মাস থেকে এ মহাসড়কের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সুনামগঞ্জ থেকে ঢাকার দূরত্ব ৫৫ কিলোমিটার কমায় সড়কে যাতায়াতের যাত্রীবাহী দূরপাল্লার বাসের পাশাপাশি মালামাল পরিবহনে যানবাহনের চাপ বাড়ে।
গত ২২ আগস্ট বিকেলে ঢাকা থেকে ৫০০ বস্তা সিমেন্ট নিয়ে জগন্নাথপুর বাজারে যাওয়ার পথে নলজুর নদের কাটাগাঙ্গের ওপর বেইলি সেতু ভেঙে ট্রাক নদীতে পড়ে চালক ও তার সহকারীর মৃত্যু হয়। এর পর থেকে সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এঘটনায় সড়ক ও জনপথের (সওজ) উপ সহকারী প্রকৌশলী আশিকুর রহমান বাদী হয়ে তিনশ’ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মৃত গাড়ির চালক ও অজ্ঞাতনামা গাড়ির মালিকের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। গত বৃহস্পতিবার থেকে সড়ক ও জনপথ অধিদপ্তর সেতুর সংস্কার কাজ শুরু করে এবং আজ মঙ্গলবার থেকে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে বলে ঘোষণা দেয়া হয়।
জগন্নাথপুর উপজেলা নাগরিক ফোরামের যুগ্ম আহ্বায়ক রুমানুল হক বলেন, ২০১৭ সাল থেকে জোড়াতালি দিয়ে চালানো হয়েছিল কাটাগাঙ্গের ওপর বেইলি সেতুটি। মহাসড়কে জোড়াতালির ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে নতুন সেতু নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। তিনি বলেন, সেতু ভেঙে দুই জনের মৃত্যুর পর মৃত চালকের বিরুদ্ধে সওজের মামলা ও নতুন করে রাতের আঁধারে সতর্কতামূলক সাইনবোর্ড সাঁটানোর ঘটনা দুঃখজনক।
জগন্নাথপুর বাজার তদারক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্ব বৈদ্য জানান, এক সপ্তাহ ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। এসড়ক ব্যবহার করতে পারলে কম সময়ে কম খরচে মালামাল পরিবহন করা যায়।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী আশিকুর রহমান জানান, ভেঙ্গে যাওয়া বেইলি সেতুতে নতুন করে পাটাতন বসিয়ে জরুরিভাবে সংস্কার কাজ জোরেশোরে চলছে। আশা করছি সোমবার দিন রাতে কাজ করে শেষ করতে পারব। মঙ্গলবার থেকে সেতু দিয়ে যান চলাচল করবে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক সিলেটের ডাককে বলেন, সেতুটি সংস্কারে আনুমানিক ৪০ লাখ টাকা ব্যয়ে হতে পারে। জরুরি ভিত্তিতে মহাসড়কটি চালুর জন্য অতিরিক্ত শ্রমিক লাগিয়ে সংস্কার কাজ চলছে। তিনি বলেন, কাটাগাঙ্গের ওপর নতুন সেতু নির্মাণ প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আজ মঙ্গলবার থেকে সেতু দিয়ে যান চলাচল করতে পারবে বলে আশা করছি।