সিলেট ডায়াবেটিক সমিতির আলোচনা সভা
বঙ্গবন্ধুর জন্মই হয়েছিলো বাংলার স্বাধীনতার জন্য —-অধ্যাপক ডা. এমএ আহবাব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৩, ১১:১৮:৫৯ অপরাহ্ন
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মই হয়েছিলো বাংলার স্বাধীনতার জন্য। বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাংলাদেশের সাত কোটি মানুষ শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলো। যুদ্ধপরবর্তী সময়ে তিনি যখন বিধ্বস্ত বাংলাদেশকে গড়তে বিরামহীনভাবে কাজে লিপ্ত; ঠিক তখনই কুচক্রি মহলের ষড়যন্ত্রের কারণে পরিবার সমেত জীবন বিসর্জন দিয়েছেন। স্বাধীনতার ৫২ বছর পর এখনও কুচক্রি মহল থেমে নেই, তারা দেশকে ধ্বংস করার বিভিন্ন রকমের পায়ঁতারায় লিপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাকে অব্যাহত এবং সমুন্নত রাখতে ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট ডায়াবেটিক সমিতি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন সমিতির সভাপতি অধ্যাপক ডা. এমএ আহবাব। গত সোমবার দুপুর সাড়ে ১২টায় পুরানলেনস্থ সিলেট ডায়াবেটিক সমিতির সভাকক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ললিত মোহন নাথ এর সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বন্দরবাজারস্থ কালেক্টরেট মসজিদের পেশ ইমাম মাওলানা মো: শাহ আলম।
সভায় বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ, ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ডা. মো: আলতাফুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক শিবব্রত চন্দন ভৌমিক, সাবেক কার্যকরী কমিটির সদস্য মো: ছালিকুর রহমান চৌধুরী, হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. আলাউদ্দিন আহমেদ প্রমুখ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের রূহের মাগফেরাত ও আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন কালেক্টরেট মসজিদের পেশ ইমাম।-বিজ্ঞপ্তি