নিকুঞ্জ বিহারী গোস্বামীর ৩০তম প্রয়াণ দিবস পালিত
মানুষের জন্য সারাজীবন কাজ করে বরণীয় হয়েছেন নিকুঞ্জ বিহারী গোস্বামী ————— নিরাজ কুমার জয়সওয়াল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৩, ১১:৩২:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ভারতীয় হাইকমিশন, সিলেটের সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়সওয়াল বলেছেন, মানুষের জন্য সারাজীবন কাজ করে বরণীয় হয়েছেন নিকুঞ্জ বিহারী গোস্বামী। তিনি নিজের কিংবা পরিবারের চিন্তা না করে সর্বদাই সমাজের ভালোর জন্য কাজ করেছেন। যে উদ্দেশ্য নিয়ে উমেশ চন্দ্র নির্মালা বালা ছাত্রাবাস গঠিত হয়েছিল, ছাত্রাবাসটি সুন্দরভাবে পরিচালিত হলে তাঁর আজীবনের কর্মপ্রয়াস সার্থক হবে। ছাত্রাবাসের লাইব্রেরিটি সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর চালিবন্দরস্থ উমেশচন্দ্র-নির্মলাবালা ছাত্রাবাসের প্রতিষ্ঠাতা, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের নির্ভীক সৈনিক, দেশ ও সমাজসেবায় উৎসর্গীকৃত প্রাণ ব্যক্তিত্ব, প্রখ্যাত সাংবাদিক, সিলেটের কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব নিকুঞ্জ বিহারী গোস্বামীর ৩০তম প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উমেশচন্দ্র-নির্মলাবালা ছাত্রাবাস পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার (অবঃ) মনোজ বিকাশ দেবরায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়সওয়ালের সহধর্মিণী নীতা জয়সওয়াল, সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎস্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বিজিত কুমার দে।
স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন অধ্যক্ষ ননী গোপাল দাশ, অধ্যাপক নন্দলাল শর্মা, ডাঃ মৃগেন কুমার দাস চৌধুরী, সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, রোটারিয়ান নীরেশ চন্দ্র দাশ, অধ্যক্ষ সর্বাণী অর্জ্জুণ, এপেক্সিয়ান চন্দন দাশ, ছাত্রাবাসের শিক্ষার্থী সুমা শর্মা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রাবাস পরিচালনা কমিটির সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শোভা ভৌমিক, কংকন আচার্য্য, প্রভাতী গোস্বামী পপি, রিতু রাণী গোপ, মোহনা দাশ মৌ, পাপড়ি রাণী দাশ। কবিতা আবৃতি করেন কৃষ্ণা তালুকদার কণিকা। সভা সঞ্চালনা করেন ছাত্রবাসের শিক্ষার্থী চম্পা রাণী দাশ। শুরুতে পবিত্র গীতা পাঠ করেন দীপ্ত দাশ।
স্মরণ সভায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নীহার সেন স্মৃতি বৃত্তি প্রদান করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
এর আগে সকাল ১০টায় সমবেত গীতাপাঠ, বেলা সাড়ে ১১টায় নিকুঞ্জ বিহারী গোস্বামীর প্রতিকৃতিতে পুষ্প ও মাল্যদান অনুষ্ঠিত হয়। শেষে অতিথিবৃন্দকে নৈশভোজে আপ্যায়িত করা হয়। অনুষ্ঠানে নগরীর বিপুল সংখ্যক সুধীজন অংশগ্রহণ করেন।