জেলা ও মহানগর বিএনপির প্রস্তুতি সভা
ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে বিজয় নিশ্চিত করতে হবে ——- আব্দুল কাইয়ুম চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৩, ১১:৫৬:৪৩ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি জনগণের পাশে থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। স্বৈরাচারের পতন, গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার প্রতিষ্ঠাসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে বিএনপি নেতৃত্ব দিয়েছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপির চলমান আন্দোলনে জনগণ সমর্থন জানাচ্ছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ছাড়া নির্বাচন হবে না। বিএনপির নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারের পতনের এক দফা আন্দোলন সফল করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে জনগণের বিজয় নিশ্চিত করতে করতে হবে।’
বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত যৌথ প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার বিকেলে কেমুসাস এর হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, সহসভাপতি মামুনুর রশিদ মামুন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদি।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, দেশের সকল সংকটে বিএনপির গৌরবময় ভূমিকা রয়েছে। যতই টালবাহানা করা হোক না কেন বিএনপিকে রেখে এদেশে কোন নির্বাচন হতে পারে না।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফখরুল ইসলাম ফারুক, একেএম তারেক কালাম, ইকবাল বাহার চৌধুরী, শহিদ আহমদ চেয়ারম্যান, নজমুল হোসেন পুতুল, শাহাব উদ্দিন আহমদ, সামিয়া বেগম চৌধুরী, লিলু মিয়া চেয়ারম্যান, মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈনুদ্দিন সুহেল, জিয়াউল হক জিয়া, মোঃ নজিবুর রহমান নজিব, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, সুরমান আলী, মুর্শেদ আহমদ মুকুল, নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, আবুল কাশেম, মাহবুবুল হক চৌধুরী, শাকিল মোর্শেদ, এডভোকেট আল আসলাম মুমিন, আলী আকবর, আজিজুর রহমান, মাহবুব আলম, আহাদ চৌধুরী শামীম, মির্জা সম্রাট, আফসর খাঁন, দেলোয়ার হোসেন দিনার, রফিকুল ইসলাম রফিক, তফাজ্জল হোসেন বেলাল, সৈয়দ আমির আলী, শাহীন আলম জয়, আকবর হোসেন, ফাহিমা আহাদ কুমকুম, হাসান মঈন উদ্দিন আহমদ, সুহেল ইবনে রাজা, সোহেল মাহমুদ, কামরুল হাসান, আজিজ খাঁন সজীব প্রমুখ।-বিজ্ঞপ্তি