চুনারুঘাটে হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ
মাদক পরিবার ধ্বংস করে সমাজ ধ্বংস করে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৩, ১১:৫৯:৪৭ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : মাদকের ভয়াবহতা বর্ণনা করে শেষ করা যাবে না। মাদক পরিবার ধ্বংস করে, সমাজ ধ্বংস করে। এটি একটা থেকে আরেকটায় ছড়ায়। বাবা মা এমনকি পরিবারের কেউই এর ভয়াবহতা থেকে রেহাই পায় না। মাদককে কোনভাবেই হেলাফেলা করা যাবে না। আমরা এ বিষয়টিকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবো।
গত সোমবার বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসন আয়োজিত মাদক, চোরাচালান, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশে হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ একথা বলেন।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে সমাবেশে, তিনি আইনজীবীদের অনুরোধ করে বলেন, আপনারা মাদক কারবারী এবং মাদক সেবনকারীদের পক্ষে দাঁড়াবেন না।
তিনি আরো বলেন, দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে হবে। এ ব্যাপারে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে মসজিদে মসজিদে এ ব্যাপারে লোকজনকে সচেতন করা যেতে পারে।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
সমাবেশে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা আওয়ামী সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, চুনারুঘাট পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক