শাবিতে আজ নবীনবরণ ক্লাস শুরু কাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৩, ২:০৭:২২ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীনবরণ আজ বুধবার অনুষ্ঠিত হবে এবং আগামীকাল বৃহস্পতিবার থেকে ক্লাস শুরু হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ড. মাহবুবুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত রোববার থেকে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। ভর্তিকৃতরা কেউ মাদকাসক্ত কি না তা পরীক্ষা করার জন্য ‘ডোপ টেস্ট’ করা হচ্ছে। এছাড়া আজ বুধবার কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ও বিকেল দুই পর্বে নবীনদের ওরিয়েন্টেশন ও পরদিন বৃহস্পতিবার থেকে ক্লাস শুরু হবে।
এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ কবির হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন উপস্থিত থাকবেন।
এছাড়া, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ১ম বর্ষ ১ম সেমিস্টার ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. স্বপন কুমার সরকার।
, ইউপি চেয়ারম্যান মোফিজুর রহমান রিপন, ডা. মোজাম্মেল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ।