জৈন্তাপুরে ৪০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাক আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৩, ১২:৪৩:৫৭ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ৪০ বস্তা ভারতীয় চিনিসহ একটি ট্রাক আটক হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলায় ফতেপুর (হরিপুর) ইউনিয়ন এলাকায় এ অভিযান চালানো হয়। জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা যায়, ফতেপুর ইউনিয়নের দলইপাড়া গ্রামের ইট সলিং রাস্তা এলাকায় ৪০ বস্তা ভারতীয় চিনি ও একটি হাইড্রোলিক ড্রাম ট্রাক আটক করেন এসআই শহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। এ ঘটনায় চিকনাগুল ইউনিয়নের কহাইগড় এলাকার বাসিন্দা সারোয়ার জসিমসহ অজ্ঞাত নামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, গত বুধবার বিকেলে একই ইউনিয়নের পাখিটেকি সিলেট তামাবিল জাফলং সড়কে অভিযান চালিয়ে ভারতীয় ২০ বস্তা চা-পাতা ও একটি পিকআপ গাড়িসহ সুলতান আহমদ নামের যুবক আটক হয়। এ অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর মডেল থানার এস আই মির্জা শাফায়েত ও তার সঙ্গীয় ফোর্স।