সুরমা নদী ও ধোপাগুল থেকে ২ জনের লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৩, ১২:৫০:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে পৃথক ঘটনায় দুটি লাশ উদ্ধার করা হয়েছে। সুরমা নদী থেকে উদ্ধার করা লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে শহরতলীর ধোপাগুল থেকে উদ্ধার করা লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, শহরতলীর ধোপাগুল বাজার এলাকা থেকে উদ্ধার করা ব্যক্তির নাম মো: ইদ্রিস আলী। তার বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার শরিফাবাদ ভবেরতলা এলাকায়। গতকাল বুধবার সকালে সাফা আল মারওয়া মার্কেটের নিচে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল দেন। সকাল ১০টার দিকে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ লাশটি উদ্ধার করে। গিয়াস উদ্দিন (৩৭) নামের এক যুবক ঘটনাস্থলে গিয়ে তার বাবা ইদ্রিস আলীর বলে শনাক্ত করেন।
গিয়াস জানান, তার বাবা অসুস্থ। রাতে বাসা থেকে বাইরে বের হয়ে আর ফিরেননি। সকালে খবর পেয়ে দেখি লাশটি আমার বাবার।
এয়ারপোর্ট থানা পুলিশের এস আই গৌতম দাশ বলেন, ছেলে তার বাবার লাশ শনাক্ত করেছে। লাশটি তার হাতে তুলে দেয়া হয়েছে।
অপরদিকে নগরীর কাজিরবাজারের মাছবাজার সংলগ্ন সুরমা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে কতোয়ালী থানা পুলিশ। লাশটির বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। ময়নাতদন্তের জন্য লাশটি ওসমানী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
মহানগর পুলিশের নগর বিশেষ শাখার কর্মকর্তা তাজুল ইসলাম জানান, লাশটির পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে।