ফখরুলকে নিয়ে অপপ্রচার, ৫০০ কোটি টাকার মানহানি মামলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৩, ৭:৫১:৩৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : ফেইসবুকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে অপপ্রচার চালানোর অভিযোগে ঠাকুরগাঁওয়ের আদালতে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন এক আইনজীবী।
ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে গতকাল বৃহস্পতিবার মামলার আবেদন করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহা. জয়নাল আবেদিন।
এতে মেহেদী হাসান রনি নামের একজনকে অভিযুক্ত করা হয়। অভিযুক্ত মেহেদী হাসান রনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাজিদপুর গ্রামের আবু বক্করের ছেলে।
মামলার বাদী সাংবাদিকদের বলেন, ‘বিএনপির মহাসচিব একজন স্বচ্ছ রাজনৈতিক নেতা, যিনি নিজের জমি বিক্রি করে রাজনীতি করছেন ও সংসার চালাচ্ছেন। ফেইসবুকে তার নামে ভুয়া স্ট্যাটাস নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ। আমরা মনে করি সরকারের মদদপুষ্ট হয়ে বিএনপিকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এমনটা করা হয়েছে। আমরা আদালতে মামলা করেছি।’
সরকারি অনুদানের চেক বিষয়ে ফেইসবুকে মিথ্যা ও বানোয়াট প্রচারণা করার কারণে দেশ জাতি ও জনগণের কাছে হেয়প্রতিপন্নসহ মহাসচিব ও তার স্ত্রীর ব্যক্তিগত ও রাজনৈতিক সম্মান ক্ষুণœ হয়েছে এবং আনুমানিক ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে দ-বিধির ৫০০/৫০১ ধারায় মামলা রুজু করা হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট রমেশ কুমার দাগা মামলাটি আমলে নিয়েছেন।
সম্প্রতি ফেইসবুকে ৫০ লাখ টাকার একটি চেকের ছবি ভাইরাল হয়। সেখানে বলা হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদানের চিকিৎসা সহায়তা নিয়ে বিদেশ ভ্রমণে মির্জা ফখরুল। এরই পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁওয়ে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়।