মাধবপুরে গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন ॥ ২০ লাখ টাকার ক্ষতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৩, ২:২৬:৪৬ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুরে গ্যাস সিলিন্ডার দোকানে বিস্ফোরণের পর অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৪ ব্যবসায়ীর দোকান পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে আন্দিউড়া ইউনিয়নের চকবাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দুপুর দেড়টার দিকে হঠাৎ ব্যবসায়ী নন্দন দেবের গ্যাস সিলিন্ডারের দোকানে বিকট শব্দে আগুনের লেলিহান শিখা উপরের দিকে জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন সজল দেবের মুদির দোকান, অসীম দেবের ফার্মেসী, অমর ঠাকুরের কম্পিউটারের দোকানে ছড়িয়ে পড়ে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতংক দেখা দিলেও অনেকে আগুন নেভাতে এগিয়ে আসেন। পরে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনতোষ মল্লিক বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। তবে দোকানে গ্যাস সিলিন্ডার থাকায় অগ্নিকান্ডের মাত্রা ও তীব্রতা বেশি ছিল। খবর পেয়ে ১ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করে বাজারকে রক্ষা করা সম্ভব হয়েছে। ব্যবসায়ীদের দাবি, ক্ষয় ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকারও বেশি।