ওসমানী হাসপাতালের প্রধান সড়কের ফুটপাতে আবর্জনা, ময়লার স্তূপ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৩, ২:৩৪:১১ অপরাহ্ন
ডা. এস এম আসাদুজ্জামান জুয়েল
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখের গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাতটি ময়লা-আবর্জনায় ডাষ্টবিনে পরিণত হয়েছে। ফলে সারাক্ষণ দুর্গন্ধ লেগেই থাকে। অনেক সময় নাক চেপে ধরে স্থানটি পার হতে হয় রোগী চিকিৎসক কিংবা পথচারীদের।
সরেজমিন দেখা যায়, হাসপাতালের দক্ষিণ পাশঘেঁষা প্রধান সড়ক সংলগ্ন ১, ২ এবং ৩ নম্বর গেইটের মধ্যবর্তী ফুটপাতের ৩টি জায়গাজুড়ে ময়লার স্তূপ জমে আছে। দেখে ডাস্টবিন বললেও ভুল হবে না।
সেই আবর্জনায় সারাক্ষণ মাছি, মশার ভিড় লেগেই আছে। সড়কের পাশে হওয়ায় ময়লার স্তুপে গরু ছাগলও খাবারের জন্য আসে সব সময়। তখন দুর্গদ্ধ ছড়িয়ে পড়ে হাসপাতালের চারপাশে। ময়লা-আবর্জনার স্তুপ থাকায় পথচারীরা জায়গাটি ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ী আসাদ, পথচারী সালেক আহমদসহ বেশ কয়েকজন বলেন, দুর্গন্ধের কারণে এদিকে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। তারা বলেন, আশপাশ এলাকার বাসিন্দা ও ভাসমান ব্যবসায়ীদের একটি অংশ এখানে ময়লা আবর্জনা ফেলে এই অবস্থা করেছেন।
হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, রোগীর এ্যাটেনডেন্টসহ সংশ্লিষ্ট সবারই প্রশ্ন- এসব ময়লা আবর্জনা পরিষ্কারের দায় কার, সিলেট সিটি কর্পোরেশনের না ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের?
অপরদিকে, হাসপাতালের জরুরী বিভাগ সংলগ্ন ৩ নম্বর গেইটের অর্থাৎ হাসপাতালের দক্ষিণ-পশ্চিম অংশের প্রধান সড়ক সংলগ্ন অংশে সড়কের উভয় পার্শ্বে অস্থায়ী টেম্পু, সিএনজি স্ট্যান্ড স্থাপন ও ভাসমান দোকান বসানোতে সারাদিনই স্থানটিতে যানজট লেগেই আছে। এতে করে জরুরী সেবা দিতে আসা চিকিৎসক, রোগী বহনকারী গাড়ী, এ্যাম্বুলেন্সকে যানজটের কবলে পড়ে নাকাল হতে হচ্ছে।
হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন রোগীর স্বজন বলেন, সিটি কর্পোরেশনের উচিত হবে মাইকিংয়ের মাধ্যমে অন্ততঃ কয়েকদিন এলাকাবাসীকে রাস্তায় আবর্জনা না ফেলার আহবান জানানো এবং অস্থায়ী টেম্পু, সিএনজি স্ট্যান্ড ও অবৈধ ভাসমান দোকান বসানো থেকে বিরত রাখা। সেই সাথে কয়েকদিন নিয়মিত টহল পুলিশের উপস্থিতি নিশ্চিত করা।
এ ব্যাপারে সিটি কর্পোরেশনের পাশাপাশি হাসপাতালের আনসার বাহিনীর সহযোগিতা নিয়ে এলাকায় টহল নিশ্চিত করতে পারে বলেও তারা মনে করছেন।
তারা বলছেন, সিলেট বিভাগের একমাত্র বৃহৎ হাসপাতালের সুন্দর পরিবেশ বজায় রাখা সবার নৈতিক দায়িত্ব।