প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ —- প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৩, ২:৪৩:০০ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, তরুণ প্রজন্ম তথ্য প্রযুক্তিগত দিক দিয়ে অনেকটা এগিয়ে গেছেন। গ্রামের অতি সাধারণ মানুষকেও এখন স্মার্ট ফোন ব্যবহার করতে দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করে যাচ্ছে। আমার নির্বাচনী এলাকার মধ্যে প্রথমে জৈন্তাপুর ইউনিয়নে নাগরিক সেবা এখন ডিজিটাল প্রযুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্মার্ট উন্নত ডিজিটাল নাগরিক সেবা পদ্ধতি চালু করায় তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলামসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
গতকাল শুক্রবার সকালে তিনি জৈন্তাপুর ইউনিয়নে তথ্য প্রযুক্তির আওতায় ডিজিটাল নাগরিক সেবা কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন।
জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং ইউপি সচিব মো: মুজিবুর রহমান ও ছাত্রনেতা সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. লিয়াকত আলী, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: তাজুল ইসলাম, গোয়াইনঘাট সরকারী ডিগ্রী
কলেজের অধ্যক্ষ মো: ফজলুল হক, ইমরান আহমদ সরকারী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মো: কুতুব উদ্দিন। অনুষ্ঠানে এই ইউনিয়নের বাসিন্দা মন্ত্রী ইমরান আহমদ এমপির হাতে ডিজিটাল নাগরিকত্ব সনদ তুলে দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।