ছাতকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আ’লীগ নেতার পুত্র খুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ৪:৫৫:০৪ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ ছাতকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাসুম মিয়া (৩৭) নামের এক যুবক খুন হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ছাতক সিমেন্ট কারখানার ট্রান্সপোর্ট এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় হোসাইন আহমদ (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।
নিহত মাসুম ছাতক শহরের নোয়ারাই এলাকার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মফিজ মিয়ার পুত্র। গতকাল শনিবার নিহত মাসুমের দাফন সম্পন্ন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসুম ও শহরের বাগবাড়ী এলাকার হুমায়ূন কবিরের পুত্র হোসাইন আহমদের মধ্যে বিরোধ চলছিল। গত শুক্রবার গভীর রাতে কৌশলে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ট্রান্সপোর্ট এলাকায় ডেকে আনা হয় মাসুমকে। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন মাসুমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় ট্রান্সপোর্টে থাকা স্থানীয় লোকজন ধাওয়া করে লাফার্জ-হোলসিম কারখানা এলাকা থেকে হোসাইন আহমদকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ছুরিকাঘাতে গুরুতর আহত মাসুমকে দ্রুত ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জ হাসপাতাল মর্গে নিহত মাসুমের লাশের ময়না তদন্ত হয়। এরপর গতকাল শনিবার বাদ এশা নোয়ারাই বাজার জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে পঞ্চায়েতি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
ছাতক সার্কেলের সিনিয়র এএসপি রঞ্জন চন্দ্র মল্লিক ছুরিকাঘাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।