দোয়ারাবাজারে জমি নিয়ে সংঘর্ষ ॥ আহত ১০
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ৪:৫৬:৫০ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ দোয়ারাবাজারে জমি নিয়ে সংঘর্ষে দু’পক্ষের ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে স্থানীয় নরসিংপুর বাজারে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- উপজেলার নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর গ্রামের মৃত ওয়ারিছ আলীর তিন পুত্র ব্যবসায়ী আকবর আলী, মাওলানা মর্তুজ আলী ও মাস্টার ইয়াকুব আলী, তাদের ভাগ্নে শিহাব, একই গ্রামের মৃত তরিক উল্লার ছেলে নজব আলী, তার ছেলে বাবলু, ইউসুফ আলীর ছেলে রকিব।
গুরুতর আহতদের দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা যায়, ব্যবসায়ী আকবর আলী ও তার পক্ষের লোকজন এবং তার চাচা নজব আলী ও চাচার পক্ষের লোকজনের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এ নিয়ে গতকাল শনিবার দুপুরে স্থানীয় নরসিংপুর বাজারস্থ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের অফিস কক্ষে সালিশ বসে। বিচারের পরবর্তী সময়ে তারিখ ধার্য্য করে বৈঠক মুলতবি ঘোষণার সাথে সাথেই উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় উভয় পক্ষে পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।