দোয়ারাবাজারে পরোয়ানাভুক্ত ৭ আসামি গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ৪:৫৭:৫৯ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে পরোয়ানাভুক্ত ৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে মো. ছাব্বির (২১), মোশাহিদ (২০), তার মেয়ে ফারজানা (২২), স্ত্রী মাজেদা বেগম (৩৮) ও আব্দুল হাশিমের ছেলে জাকির হোসেন (৩২), মৃত বুদাই মিস্ত্রীর ছেলে আব্দুল হাসিম (৫৫) এবং দোয়ারাবাজার থানার মামলা নং-০১, তারিখ-০১/০৬/২০২৩ এর পলাতক আসামী উপজেলার দোহালিয়া ইউনিয়নের রঘুরামপুর বর্তমানে রামনগর (ছড়াবাড়ি) গ্রামের ইমামুদ্দিনের ছেলে রাহান উদ্দিন ওরফে রায়হান (২৫) কে গ্রেফতার করা হয়।
দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা থাকায় আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।