শক্ত মানসিকতা আর পরিকল্পনা নিয়ে আজ মাঠে খেলতে হবে টাইগারদের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ৫:০৫:০২ অপরাহ্ন
বদরুদ্দোজা বদর : সুপার ফোরে খেলতে হলে আজ বাংলাদেশকে জিততেই হবে। আর এজন্য সঠিক পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে টাইগারদের। থাকতে হবে ম্যাচ জেতার শক্ত মানসিকতা। এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আজ কিন্তু প্রতিপক্ষ আফগানিস্তান। কিছুদিন আগেই তাদের কাছে বাংলাদেশ ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরেছে। আজ খেলা হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। আর পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলে এশিয়া কাপ শুরুর আগে থেকেই লাহোরে অবস্থান করছে আফগানরা। বাড়তি একটা সুবিধা তারা পাবেই পরিবেশ বিবেচনায়। বাংলাদেশ ব্যাটিং বোলিং নিয়ে একটি শক্তিশালী টিম। কিন্তু টিম কম্বিনেশন, ব্যাটিং অর্ডার এসব নিয়ে কোন সুষ্ঠু পরিকল্পনা থাকে না। এছাড়া টপ অর্ডার ব্যর্থ হলে মিডল অর্ডার দাঁড়াতেই পারে না। ভেঙে পড়ে পুরো ব্যাটিং লাইনআপ। গতকাল ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচে দেখলাম রোহিত, গিল, কোহলি ও আইয়ার ৪৮ রানে আউট হয়ে গেলেও ইশান কিশান ও পান্ডিয়া ঠিকই উইকেটে দাঁড়িয়ে যান। ৮২ ও ৮৭ রান করে ইন্ডিয়াকে বড় একটি স্কোর উপহার দেন। আজ টাইগারদের কাউকে না কাউকে এই ভূমিকায় দেখতে চাই।
রশিদ, নবী, মুজিব বর্তমান সময়ে আফগানদের সেরা স্পিনার । ফারুকির পেস বোলিং মোকাবেলা করা খুবই কঠিন। সাকিব, মুশফিক, শান্ত সবাইকে সাহসী হয়েই আজ এদেরকে খেলতে হবে। আজকের ম্যাচ জয়ের কোন বিকল্প নেই। ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। হারলে দেশে ফেরার ফ্লাইট ধরতে হবে সাকিবদের। বেস্ট উইশেজ টাইগার্স।