সিলামে সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সংবর্ধিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ৪:০০:২৮ অপরাহ্ন
দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের প্রতিবেশী ঐক্য সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শনিবার সন্ধায় এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিবেশী ঐক্য সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ জিয়া উদ্দিন এর সভাপতিত্বে ও সিলাম ইউনিয়ন পরিষদের সদস্য সাদিক মিয়া’র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক জামিল আহমদ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড সালেহ আহমদ হীরা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, সাবেক চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, মিসবাহ উদ্দিন, সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সাঈদ জুবেরি সাদ, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মুদাব্বির হোসেন, হাজী সাজ্জাদ মিয়া, আবুল কালাম, শফিকুল ইসলাম, শফিকুল হক শফিক মেম্বার, শাহীনুল কবীর মাস্টার, রুয়েল খন্দকার, আন্তাই মিয়া, আমিনুল ইসলাম আমিন মাস্টার, শাহ খলিলুর রহমান, ফয়জুল হক মতি বখত, ইছবর আলী, খোকন বাবু, আব্দুর রহমান মেম্বার, অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন শাহাজান আহমদ, সুমন আহমদ তারেক আহমদ, শাহ্ খালেদ আহমদ, মাজেদ আহমদ, প্রমুখ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোঃ লাহিন আহমদ।-বিজ্ঞপ্তি