মৌলভীবাজারে এম সাইফুর রহমান স্মৃতি যাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন
তিনি ছিলেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের রূপকার ————–মেয়র আরিফুল হক চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ৫:৪৮:১৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : এম সাইফুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মৌলভীবাজারের দুসাই রিসোর্ট সংলগ্ন এলাকায় “এম সাইফুর রহমান স্মৃতি যাদুঘর” এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ যাদুঘরের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকীতে এ যাদুঘরের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আরিফ বলেন, এই যাদুঘর প্রতিষ্ঠার মধ্য দিয়ে এম সাইফুর রহমান সম্পর্কে জানতে পারবে আগামী প্রজন্ম। এম সাইফুর রহমান রাজনৈতিক জীবনে দেশ ও জাতির উন্নয়নে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন উল্লেখ করে তিনি বলেন, তার স্মৃতি রক্ষার এই উদ্যোগের সর্বাঙ্গীন সফলতা কামনা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খান, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া (মধু), বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোসলেহ উদ্দিন তারেক।
সভাপতির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও এম সাইফুর রহমান ফাউন্ডেশনের প্রধান পরিচালক এম নাসের রহমান বলেন, এম সাইফুর রহমানের রাজনৈতিক কর্মময় জীবনের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে এ যাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান ফাউন্ডেশনে পরিচালক এম কায়ছার রহমান, এম সফিউর রহমান ও সাইফা রহমান।
এর আগে মেয়র আরিফুল হক চৌধুরী বিএনপি এবং অংগ সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেন।