ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ৬:০৭:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ আজ বুধবার শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মের প্রাণপুরুষ, বিশ্ব ব্রহ্মান্ডের ¯্রষ্টা ও নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। অধর্ম, পাপাচার ও পেশী শক্তির রাহুগ্রাস থেকে পৃথিবীকে রক্ষা ও ধর্ম সংস্থাপনের উদ্দেশ্যে দ্বাপর যুগে ধুলায় আচ্ছাদিত ভু-মন্ডলে নিরাকার ব্রহ্মের সাকার মূর্তিরূপে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।
শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মথুরা নগরে মামা কংসের কারাগারে। পিতা বসুদেব, মাতা দেবকী ছিলেন তারই মামা কংসের কারাগারে দীর্ঘদিন অন্তরীণ। কংস তার পিতা উগ্রসেনকে সিংহাসন চ্যুত করে মথুরার রাজা হয়েছিলেন। তার অত্যাচারে জনজীবন ছিল বিপর্যস্ত। রাজ্যের সর্বত্র অশান্তি আর অশান্তি। এ সংকটময় মুহূর্তে শ্রীকৃষ্ণের জন্ম। জন্মেছিলেন তিনি রাজ্যের রাজপ্রাসাদে নয়, ভিখারির পর্ণ কুটিরেও নয়, মাতুল কংসের প্রাসাদে দূর্ভেদ্য কারাকক্ষে। বসুদেবের পুত্র বলে তার অপর নাম বাসুদেব।
মামা কংস, শিশুপালসহ অসুরদের বধ করে পাপাচারক্লিষ্ট সমাজকে শ্রীকৃষ্ণ রক্ষা করেন ভয়াবহ বিপর্যয় থেকে। কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে ধর্মের পক্ষে থেকে দুর্যোধনাদি অশুভ শক্তির বিরুদ্ধে পালন করেন ঐতিহাসিক গুরুদায়িত্ব।
শ্রীকৃষ্ণের জীবন ও কর্ম, সত্য, সুন্দর ও ন্যায়ের পথে অবিনাশী অনুকরণীয় দৃষ্টান্ত। তার মুখনিসৃত বাণী শ্রীশ্রী গীতা বিশ্বমানবতার মুক্তি কর্ম-জ্ঞান ও বৈরাগ্যের সর্বোৎকৃষ্ট পাথেয়। পার্থসারথী শ্রীকৃষ্ণ সনাতন ধর্ম, সমাজ ও সংস্কৃতির প্রাণপুরুষ। আজ তার জন্মতিথি। প্রতিটি হিন্দুগৃহে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দিবসটি পালিত হচ্ছে।
অনুষ্ঠানসূচিতে রয়েছে আজ বুধবার র্যালি, পূজার্চ্চনা, ধর্মসভা, সদগ্রন্থাদি পাঠ ইত্যাদি।
সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ঃ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রতিবারের ন্যায় সিলেট সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ আয়োজন করেছে শুভ জন্মাষ্টমী উৎসবের। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- আজ বুধবার সকাল ৯টায় নগরীর মির্জাজাঙ্গাল মণিপুরী রাজবাড়ীর শ্রীশ্রী মহাপ্রভু জিউর মন্দির প্রাঙ্গণ থেকে শ্রীকৃষ্ণের প্রতিকৃতিসহ নগর পরিক্রমা। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। শান্তি ও সম্প্রীতির পায়রা অবমুক্ত করবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বেলা ২টায় মহাপ্রসাদ বিতরণ। নগরীর মির্জাজাঙ্গালস্থ শ্রীশ্রী নির্ম্বাক আশ্রমে বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে ধর্মসভা। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়সওয়াল।
সন্ধ্যা ৭টায় মোড়ক উন্মোচন করা হবে জন্মাষ্টমী উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘পাঞ্চজন্য’। রাত ৮টায় অনুষ্ঠিত হবে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, রাত সাড়ে ৮টায় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী অনুষ্ঠানমালায় নগরবাসীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট এর আহ্বায়ক এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য ও সদস্য সচিব জগদীশ চন্দ্র দাশ।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেট ঃ পরমেশ^র ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯তম আবির্ভাব তিথি জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) যুগলটিলা সিলেট ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে, আজ বুধবার সকাল ৯টায় ইসকন সিলেট মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রা। রাত সাড়ে ৭টায় অধিবাস। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কীর্ত্তনমেলা, বিকেল ৪টায় কৃষ্ণকথা, সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রী গৌরসুন্দরের আরতি, সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত ৯টায় শ্রীকৃষ্ণের মহা অভিষেক, রাত ১২টায় অনুকল্প প্রসাদ বিতরণ।
পরদিন শুক্রবার সকাল ১০টায় কীর্ত্তনমেলা, ১১টায় শ্রীল প্রভুপাদের অভিষেক অনুষ্ঠান, বেলা পৌণে ২টায় শ্রীল প্রভুপাদের চরণে সহ¯্র গোলাপ নিবেদন, বেলা ২টায় মহাপ্রসাদ বিতরণ, বিকেল ৩টায় শ্রদ্ধাঞ্জলি, সন্ধ্যা ৭টায় শ্রী গৌরসুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীল প্রভুপাদের কথামৃত, রাত পৌণে ৯টায় শ্রীল প্রভুপাদের উদ্দেশ্যে ১২৭ পাউন্ড ওজনের কেক নিবেদন, রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানমালায় সর্বস্তরের গৌর ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) যুগলটিলা সিলেট-এর অধ্যক্ষ ও ইসকন বাংলাদেশের সহ-সভাপতি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ ঃ পরমেশ^র ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে, আজ বুধবার সকাল সাড়ে ৮টায় শ্রীকৃষ্ণের প্রতিকৃতিসহ নগর পরিক্রমা, উদ্বোধন করবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বেলা সাড়ে ১১টায় নগরীর মাছিমপুরস্থ শ্রীশ্রী গোপীনাথ জিউর আখড়ায় পবিত্র গীতা পাঠ। পাঠ করবেন কাব্য ব্যাকরণ পুরাণতীর্থ শ্রী হেমন্ত কুমার সিংহ পলাশ ও প্রসন্ন কুমার সিংহ। বিকেল সাড়ে ৪টায় নৃত্যানুষ্ঠান। পরিবেশনায় মণিপুরী শিশু ও কিশোর-কিশোরী। সন্ধ্যা সাড়ে ৭টায় সন্ধ্যা আরতি, রাত সাড়ে ৮টায় আলোচনা সভা। বিষয়- যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণ ও মানবধর্ম। প্রধান অতিথি হিসেবে থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী নিরাজ কুমার জয়সওয়াল। মুখ্য আলোচক হিসেবে থাকবেন শ্রীহট্ট শ্রীশ্রী গীতা মন্দিরের আচার্য্য শ্রী বিনীত কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট মৃত্যূঞ্জয় ধর ভোলা, মৌলভীবাজারের কমলগঞ্জস্থ মহারাসলীলা সেবা সংঘের সভাপতি প্রকৌশলী যুগেশ্বর চ্যাটার্জ্জী ও স্থানীয় কাউন্সিলর মোস্তাক আহমদ। রাত সাড়ে ৯টায় বাসক লীলা পরিবেশনায় শ্রীমতি রীনা সিনহা। রাত ১২টা ১ মিনিটে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব স্মরণে দেবালয়ে শঙ্খধ্বনি এবং ঊলুধ্বনি, শ্রীকৃষ্ণের বিশেষ পূজানুষ্ঠান, আরতি ও প্রসাদ বিতরণ।
এতে ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মণিসেনা সিংহ ও সাধারণ সম্পাদক স্বপন কুমার সিংহ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
সিলেট মহানগর আওয়ামী লীগ ঃ সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশে-বিদেশে অবস্থানরত সনাতন ধর্মাবলম্বীদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শুভেচ্ছা বার্তায়, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এদেশে সকল ধর্ম ও বর্ণের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। তাঁরা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। আগামীতেও তা অব্যাহত থাকবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঃ ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে নগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট মৃত্যূঞ্জয় ধর ভোলা, সিলেট মহানগর শাখার সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক চন্দন দাশ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভগবান শ্রীকৃষ্ণ মানবকল্যাণের জন্য আবির্ভূত হন। ভগবানের এই আগমন সকল জীবের কল্যাণে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিনী নক্ষত্রে গভীর রাতের আঁধারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার জন্য সকলকে জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানান।