দোয়ারাবাজারে মদের চালানসহ আটক ৩
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ৬:০৮:১৭ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৩০ বোতল মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর সিএনজি স্ট্যান্ডের সামনে থেকে তাদের আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে, উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের মো. নুরুল ইসলামের পুত্র মো. ফয়জুল ইসলাম (৩০), আব্দুল হকের পুত্র মো. আবুল কালাম (৩৪) ও আফছরনগর (শ্রীপুর) গ্রামের মো. খলিলুর রহমানের পুত্র সিএনজি ড্রাইভার মো. ইমরান আহমদ (২৫)।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসানের নির্দেশনায় এসআই মুহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় উপজেলার কাঞ্চনপুর সিএনজি স্ট্যান্ডের সামনে সুনামগঞ্জ-ছাতক রুটে সিএনজি তল্লাশি করে সিএনজির পিছনের সিটে একটি পাটের বস্তায় থাকা ভারতীয় ১৯ বোতল ম্যাগ ডুয়েল ও অপর পাটের বস্তায় থাকা ১১ বোতল অফিসার্স চয়েজ মদ ও সিএনজি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৪, তাং-০৫/০৯/২০২৩ খ্রিঃ)।
দোয়ারাবাজার থানার ওসি মো. বদরুল হাসান মদসহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।