ফেঞ্চুগঞ্জে সাংবাদিকদের সাথে মত বিনিময়
আগামী নির্বাচনে আ’লীগের মনোয়ন পাওয়ার আশাবাদ ডা. দুলালের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ৫:৫৩:৩৮ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএর মহাসচিব বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ কমিটির সদস্য ডাঃ ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামীলীগের মনোয়ন প্রত্যাশী। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দীর্ঘদিন ধরে এলাকায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সকল যোগ্যতার মাপকাটিতে তিনি মনোনয়ন পাবেন বলে আশাবাদী। বিগত বন্যায় ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমায় ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য,ঔষধ এবং পুনর্বাসনের কাজ করেছেন। গতকাল বুধবার ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকের সাথে মতবিনিময়কালে লিখিত বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন।
ফেঞ্চুগঞ্জ যুব সংঘ কার্যালয়ে আয়োজিত মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হুমায়ূন রশীদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা যুবলীগ নেতা রাসেল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা নাজমুল ইসলাম, পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: রকিবুল হাসান জুয়েল। ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রিয়াজ উদ্দীন ইসকা, সহ সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, সহ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পু, অর্থ সম্পাদক বদরুল আমীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুমেল আহসান, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দীন, কার্য্যকরী সদস্য জুলান চৌধুরী, আর কে দাস চয়ন প্রমুখ।