সিলেটে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ৬:০২:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ সিলেটে যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। গতকাল বুধবার দিবসটি উপলক্ষে ঢাক-ঢোল, ব্যানার ও ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠিত হয় ধর্মীয় শোভাযাত্রা-কীর্তন ও আলোচনা সভা। এসব অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্ত-পুণ্যার্থী অংশগ্রহণ করেন।
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে নগরীর মির্জাজাঙ্গাল সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে গতকাল সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। শান্তি ও সম্প্রীতির প্রতীক পায়রা অবমুক্ত করেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। শোভাযাত্রাটি শ্রীশ্রী মহাপ্রভু জিউর মন্দির মণিপুরী রাজবাড়ী থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে গিয়ে শেষ হয়।
এদিকে, গতকাল বুধবার বেলা ১১টার দিকে ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস ব্রহ্মচারী, শ্রীধর সুধাম দাস, নবীন নীল মাধব দাস, সংকীর্তন দাস, সিদ্ধ মাধব দাস প্রমুখ। শোভাযাত্রাটি ইসকন সিলেট মন্দির থেকে বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বাংলাদেশ বিশেষ করে সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছেন। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল ধর্ম সমান চোখে দেখেন। তাঁর সরকারের দৃঢ় মনোবল আর যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুন্ন রেখে ‘ধর্ম যার যার-রাষ্ট্র সবার’ এই আদর্শে সকলকে একযোগে দেশ গড়ার কাজ করতে হবে।
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী গতকাল বুধবার শ্রীশ্রী রাধা মাধব জিউ মন্দির, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য নগরপরিক্রমা উদ্বোধন শেষে শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় শ্রীকৃষ্ণ-ভক্তবৃন্দ সম্মিলিত জন্মষ্ঠমী উদযাপন পরিষদ সিলেট আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, বিশিষ্ট সমাজসেবী প্রকৌশলী শিবব্রত ভৌমিক চন্দন। প্রধান আলোচক সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন ও জ্যোতি মোহন বিশ্বাস।
শ্রীকৃষ্ণ-ভক্তবৃন্দ সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের আহ্বায়ক ডা: বিমল কান্ত সরকারের সভাপতিত্বে ও সদস্যসচিব কাজল সরকার, ক্ষিতিশ সরকার ও সুবিনয় চন্দ্র মল্লিকের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, রঙ্গলাল বিশ্বাস, হিরণ মোহন বিশ্বাস, ললিত মোহন বিশ্বাস, অধ্যাপক বিনা সরকার, সিতাংশু বিশ্বাস, নিরেশ বিশ্বাস, মহিম বিশ্বাস, অরুণ কুমার বিশ্বাস, রাখাল সরকার, এডভোকেট রণজিত বিশ্বাস, প্রভাষক নিহার রঞ্জন রায়, লনি কান্ত বিশ্বাস, মনোরঞ্জন বিশ্বাস, নাদুরাম বিশ্বাস, ধনঞ্জয় সরকার, বিজিত রঞ্জন সরকার, প্রাণেশ লাল বিশ্বাস, সুকেন্দ্র বিশ্বাস, শ্যামল চন্দ্র রায়, সবুজ কুমার বিশ্বাস, সজল সরকার, লক্ষণ রায় কাজল, দীলিপ কুমার রায়, ননী গোপাল রায়, কবিতা সরকার, মঞ্জু রাণী রায়, বাসন্তি নন্দি, গৌরাঙ্গ সরকার, অনিল নমঃ, নিরেশ নমঃ, অনিল বিশ্বাস, চাঁনমনি বিশ্বাস, নীলমনি বিশ্বাস, গুনমণি বিশ্বাস প্রমুখ।
গীতা সংঘ করেরপাড়া, সিলেট ঃ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গীতা সংঘ, করেরপাড়া, সিলেট -এর উদ্যোগে গতকাল বুধবার সকাল ৮টায় নগরীর ৮নং ওয়ার্ডস্থ করেরপাড়ায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির এর সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর মির্জাজাঙ্গালস্থ সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে গতকাল সকালে বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগদান করে। গীতা সংঘ-এর শোভাযাত্রায় বিপুল সংখ্যক ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।
বিশ্বনাথ ঃ বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, ভগবান শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিশ্বনাথে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়কগুলো প্রদক্ষিণ করে শ্রীশ্রী শনি মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিক চৌধুরী বলেন, দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য শ্রীকৃষ্ণ পৃথিবীতে আর্বিভূত হয়েছিলেন। বাংলাদেশে শান্তিপূর্ণভাবে সকল শ্রেণি-পেশার মানুষ নিজেদের ধর্ম পালন করছেন। এজন্যই জন্মাষ্টমী মহোৎসবে মানুষের মিলনমেলায় পরিণত হয়।
উপজেলা শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল কুমার দেব’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চন্দন কুমার দেব এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি পিনাক চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশি কান্ত পাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা রণজিত ধর রণ, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য জ্যোতির্ময় দে মতি, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনিল কান্তি দে, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস শংকু, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, ব্যাংকার তাজ উদ্দিন আহমদ, মদনপুর ইসকনের অধ্যক্ষ শ্রীপাদ রসময় নরোত্তম দাস ব্রহ্মচারী। আলোচনা সভার শুরুতে পবিত্র গীতাপাঠ করেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবব্রত চক্রবর্তী দেবু। স্বাগত বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ প্রবীর দে। শোভাযাত্রা শেষে শ্রীশ্রী শনি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বের আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক।
জগন্নাথপুর ঃ জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, জগন্নাথপুর উপজেলায় জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যাগে জগন্নাথ জিউর আখড়ার কেন্দ্রীয় মন্দিরে এ উপলক্ষে এক আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা কেন্দ্রীয় মন্দির থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসুদেব জিউর মন্দির ও কালিমন্দির প্রদক্ষিণ করে। জন্মাষ্টমী উদযাপন পরিষদ আহ্বায়ক হীরা মোহন দেব এর সভাপতিত্বে শশী কান্ত গোপের পরিচালনায় এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি প্রণয় সূত্রধর, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, জয়দীপ সূত্রধর,বিভাস দে প্রমুখ।
কমলগঞ্জ ঃ কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা জানান. কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। বেলা ১১টায় জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কমলগঞ্জ এর আয়োজনে কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়ি প্রাঙ্গণ থেকে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভানুগাছ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দূর্গাবাড়ি প্রাঙ্গনে এসে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সংকীর্ত্তন ও সম্প্রীতি সমাবেশের উদ্ধোধন করেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কমলগঞ্জ এর আহবায়ক ধীরেন্দ্র কুমার ধরের সভাপতিত্বে এবং সদস্য সচিব নিরঞ্জন দেব ও সঞ্জয় কান্তি দেব এর অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো: রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর লাল সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো: আনোয়ার হোসেন, ভানুগাছ পৌর বনিক সমিতির সাধারণ সম্পাদক এড. মো: সানোয়ার হোসেন প্রমুখ। এছাড়া পাত্রখোলা চা বাগান, রহিমপুর, মুন্সীবাজার, পতনঊষার, মাধবপুর, আলীনগরসহ বিভিন্ন স্থানে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
বিশ্বম্ভরপুর ঃ বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, বিশ্বম্ভরপুরে যথাযোগ্য মর্যদায় জন্মাষ্টমী উদযাপন করা হয়। সকালে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে এবং শ্রী শ্রী গীতা সংঘ ও কৃষ্ণনগর পূজা মন্দিরের সহযোগিতায় শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক। শোভাযাত্রাটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো পরিভ্রমণ করে। পরে উপজেলা সদর কৃষ্ণনগর পূজা মন্দির প্রাঙ্গনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে এক ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি জীবন কৃষ্ণ দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা চিত্তরঞ্জন গোস্বামী, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কালি কুমার দাশ, শ্রী শ্রী গীতা সংঘের সভাপতি দিলীপ রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক বিনয় তালুকদার, প্রাক্তন শিক্ষক কেবল বিশ্বাস, কৃষ্ণনগর গ্রামের সুকেশ দেবনাথ, সীমা রানী বর্মন, গীতা সংঘের বিপ্লব ভৌমিক প্রমুখ।
নবীগঞ্জ ঃ নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, নবীগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। সকাল সাড়ে ৯ টায় নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গন থেকে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতিসহ সহ¯্রাধিক হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোবিন্দ জিউড় আখড়ায় এসে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়। নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় সেবায়েত সুদাম বৈষ্ণব ও লক্ষ্মী বৈষ্ণবীর সেবা ও পূজার্চনা এবং জন্মাষ্ঠমী উদযাপন কমিটির আহবায়ক সুবিনয় করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। উপেজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়, সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল, উপজেলা পূজা উদযাপন কমিটির সহ সভাপতি রঙ্গ লাল রায়, বিকাশ রায়, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, যুগ্ম সম্পাদক গৌতম কুমার রায়, আখড়া কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর, লোকনাথ সেবা সংঘের সাধারণ সম্পাদক সাধন দাশ, সাবেক সাধারণ সম্পাদক রণজিত চক্রবর্তী নাটু, ইসকন মন্দিরের সভাপতি জ্যোতিষ দাশ, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর যুবরাজ গোপসহ বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।