দক্ষিণ সুরমায় পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ২:২৭:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের খিত্তা খালপার এলাকার একটি বাড়ির পুকুর থেকে হাফিজুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মারা যাওয়া ব্যক্তি বরইকান্দি এলাকার মৃত আলতাফ মিয়ার ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে এক ব্যক্তি পুকুর পরিষ্কার করার সময় হাফিজুল ইসলামের লাশ পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করে জানান, মারা যাওয়া ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।