সিএনজি স্টেশনে বিস্ফোরণ অগ্নিদগ্ধদের ঢাকায় প্রেরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ২:২৯:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নগরীর পূর্ব মিরাবাজার এলাকার বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ হওয়া ৯ জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এর আগে তাদের উন্নত চিকিৎসার জন্য সিদ্ধান্ত নেয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর গতকাল বুধবার বিকেল থেকে এম্বুল্যান্স যোগে ঢাকায় পাঠানো হয় তাদের।
নগরীর মিরাবাজারস্থ বিরতি সিএনজি ফিলিং স্টেশনে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিস্ফোরণে ৭ জন কর্মচারী ও ২ জন পথচারী দগ্ধ হন। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত হাসপাতালে দগ্ধদের চিকিৎসা চলে। বিকেলে তাদের ঢাকায় পাঠানো হয়। এর আগে বুধবার দুপুরে বিস্ফোরণে অগ্নিদগ্ধদের উন্নত চিকিৎসার স্বার্থে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে, বুধবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, অগ্নিদগ্ধদের শরীর ১৫-৪০ ভাগ পর্যন্ত পুড়ে গেছে। ৪৮ ঘণ্টা পর বোঝা যাবে কাদের অবস্থা গুরুতর। তবে আমরা সবাইকে সিরিয়াস হিসেবে দেখছি। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়েছে। দগ্ধদের চিকিৎসাসেবা গুরুত্ব দিয়ে করা হচ্ছে। এরপর বিকেলে তাদের ঢাকায় পাঠানো হয়।
মঙ্গলবার দুর্ঘটনায় আহতরা হলেন, শাহপরান এলাকার বাসিন্দা ও পাম্প কর্মচারী মিনহাজ আহমদ, ইমন, মুহিন, শহরতলীর কোরবান টিলার রুমেল, সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাঁওয়ের বাদল দাস, সিলেট সদর উপজেলার জাঙ্গাইল এলাকার তারেক আহমদ, একই এলাকার রুমান, তাহিরপুরের শ্রীপুরের রিপন মিয়া, একই গ্রামের লুৎফুর রহমান। এদের মধ্যে ৭ জনই ফিলিং স্টেশনের কর্মচারী। বাকি ২ জন পথচারী।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, সিএনজি ফিলিং স্টেশনে কমপ্রেসার কক্ষের একটি বাল্ব বিস্ফোরণের পর ৯ জন দগ্ধ হন। বিস্ফোরণের পর পাম্পের সামনের মিরাবাজার-টিলাগড় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। এ ঘটনায় আহতদের কেউ থানায় অভিযোগ দেয়নি। তবে পুলিশ একটি সাধারণ ডায়েরি করেছে।