পরাজয় দিয়ে সুপার ফোর শুরু বাংলাদেশের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ২:৩২:৫৫ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার ঃ শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হার দিয়ে এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। পরে আফগানদের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়ায়, বড় জয়ে নিশ্চিত করে সুপার ফোর। এশিয়া কাপের সুপার ফোরেও হার দিয়ে শুরু হলো বাংলাদেশের। ব্যাটে-বলে ব্যর্থ টাইগারদের পাকিস্তানের কাছে শোচনীয় পরাজয় হয়। বাজে ব্যাটিংয়ে তারা পাকিস্তানকে ১৯৪ রানের লক্ষ্য দিয়েছিল। জবাবে ৩৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্য ছুঁয়েছে, ৭ উইকেটে জয় তুলে নেয় পাকিস্তান। গতকাল বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মামুলি লক্ষ্যের বিপরীতে পাকিস্তানকে কখনো উদ্বিগ্ন মনে হয়নি। বল হাতে সেরকম কোনও চাপ সাকিবরা তৈরি করতে পারেনি। পাকিস্তানের ওপেনার ইমাম উল হক খেলেছেন ৮৪ বলে ৭৮ রানের নান্দনিক এক ইনিংস। তার ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ৫টি চার। ফখর জামান ২০ ও অধিনায়ক বাবর আজম ১৭ রানে আউট হলেও মোহাম্মদ রিজওয়ান খেলেছেন বড় ইনিংস। ৭৯ বলে ৬৩ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রিজওয়ান। আঘা সালমান অপরাজিত থাকেন ১২ রানে। বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। এর আগে, টসে জিতে ব্যাট করতে নেমে ৪৭ রানেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। নাঈম শেখ ২০, লিটন দাস ১৬ ও তাওহীদ হৃদয় ২ রান করে সাজঘরে ফিরেন। আফগানদের বিপক্ষে শতক হাঁকানো মেহেদী হাসান মিরাজ রানের খাতাই খুলতে পারেননি। এরপর সাকিব আল হাসান ৫৩ ও মুশফিকুর রহিম ৬৪ রানের ইনিংস খেলে দলকে লজ্জাজনক অবস্থা থেকে রক্ষা করেন। তবে শেষ দিকের ব্যাটিং বিপর্যয়ে ৩৮ দশমিক ৪ ওভারেই ১৯৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে ৬ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন হারিস রউফ। নাসিম শাহ পান ৩টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর ঃ
বাংলাদেশ: ৩৮.৪ ওভারে ১৯৩/১০ (হাসান মাহমুদ ১*; শরিফুল ইসলাম ১, আফিফ হোসেন ১২, তাসকিন ০, মুশফিক ৬৪, শামীম ১৬, সাকিব ৫৩, হৃদয় ২, নাঈম ২০, লিটন ১৫, মিরাজ ০)
পাকিস্তান: ৩৯.৩ ওভারে ১৯৪/৩, লক্ষ্য ১৯৪ (রিজওয়ান ৬৩*, সালমান ১২*; ইমাম ৭৮, বাবর ১৭, ফখর ২০)