প্রথম ধাপেই কলেজ পায়নি ৪৫ হাজার শিক্ষার্থী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ২:৪২:২৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : সারা দেশে একাদশ শ্রেণিতে (কলেজ-মাদ্রাসা) ভর্তির জন্য আবেদন করেও প্রথম ধাপেই সুযোগ পায়নি ৪৫ হাজার ১৬১ শিক্ষার্থী। চলতি বছর একাদশে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য আবেদন করেছিল ১৩ লাখ ৬ হাজার ৯৫৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে কোনো না কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছে ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী।
ভর্তির সুযোগ পাওয়া মোট শিক্ষার্থীর মধ্যে ৫৪ শতাংশ ছাত্রী এবং ৪৬ শতাংশ ছাত্র। তবে সুযোগ বঞ্চিত শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে পুনরায় আবেদনের সুযোগ পাবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার রাতে প্রথম পর্যায়ে নির্বাচিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবে। যথাসময়ে কোনো শিক্ষার্থী নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন ও আবেদন বাতিল হবে। আর যেসব শিক্ষার্থী প্রথম ধাপে কলেজে ভর্তির আবেদন করেনি বা আবেদন করেও কলেজ পায়নি তারা দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করতে পারবে।
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবে দ্বিতীয় ধাপে নির্বাচিতরা। আর ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়ন চলবে। আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।
জানা যায়, গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। এরপর অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয় গত ১০ আগস্ট থেকে। আবেদন নেওয়া হয় ২০ আগস্ট পর্যন্ত। মঙ্গলবার রাতে প্রথম দফায় ফলাফল প্রকাশ করা হয়।