শান্তিগঞ্জে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ৫:৪০:০৮ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় দেশ এগিয়ে যাচ্ছে। সারা দেশ জুড়ে শুধুই উন্নয়নের চিত্র। দেশের মানুষ যা কল্পনাই করতে পারেনি তারও বাস্তবায়ন করছে আওয়ামী লীগ সরকার। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ বাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক গণিগঞ্জ এলাকায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগকে গরিব দু:খী মেহনতী মানুষের সরকার উল্লেখ করে মন্ত্রী বলেন, দুঃখী ও অসহায় মানুষের পাশে থাকাই হলো আওয়ামী লীগের রাজনীতি। এই সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। দেশের সর্বত্রই নিরাপদ পানি ঘরে ঘরে পাইপ লাইনের মাধ্যমে পৌঁছে দেয়া হচ্ছে। শেখ হাসিনার সরকারের আরেকটা যুগান্তকারী কাজ হলো যারা ভূমিহীন গৃহহীন তাদের ঘর তৈরি করে দেয়া। পুরো দেশ এখন উন্নয়নের আলোয় আলোকিত। তাই সকল ষড়যন্ত্র প্রতিহত করে শেখ হাসিনার সাথেই থাকতে হবে।
নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, কারো কথায় নয় দেশের সংবিধান অনুযায়ীই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানে বলা আছে পাঁচ বছর পরপর দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ পাঁচ বছর পর সরকারের কোনো বৈধতা থাকে না। তাই কীভাবে নির্বাচন পরিচালনা হবে সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয় নয়। দেশে নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন আছে। সুতরাং নির্বাচন নিয়ে কেউ বিভ্রান্তি তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে-তা প্রতিহত করা হবে।
0ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, জগন্নাথপুর শান্তিগঞ্জের সার্কেল এসপি শুভাশীষ ধর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন ও শাহিনুর রহমান শাহিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলী নেওয়াজ প্রমুখ।
এর আগে সকালে উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবন, সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবনির্মিত চারতলা ভবন ও গনিগঞ্জ ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
অপরদিকে, বিকেল ৪টায় উপজেলা দরগাপাশা ইউনিয়নে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন পরিকল্পনামন্ত্রী এম মান্নান।