সিলেটে স্মরণসভায় বরকত উল্লাহ বুলু
সাইফুর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ৫:৪৬:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : এম সাইফুর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর। তিনি (সাইফুর) বেঁচে থাকলে বাংলাদেশ থেকে বিদেশে কোন অর্থ পাচার হতো না।
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের চতুর্দশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এমন মন্তব্য করেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর সোলেমান হলে এ স্মরণসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাইফুর রহমান স্মৃতি পরিষদের আহবায়ক ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্যাহ বুলু সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, ‘এম সাইফুর রহমান দাবি না তোলা এমন অনেক উন্নয়ন সিলেটে করেছেন। এই উন্নয়ন কর্মকান্ড কালের সাক্ষী হয়ে রয়েছে। অথচ মৃত্যুর আগে সাইফুর রহমান আফসোস করে গেছেন, সিলেটের যে অত্যাধুনিক সার্কিট হাউস তিনি নির্মাণ করে গিয়েছিলেন সেই সার্কিট হাউসে তাকে এক দিনের জন্য থাকতে দেয়া হয়নি। সরকার হিংসার বশবর্তী হয়ে সিলেটে অনেক উন্নয়ন কর্মকান্ডের নাম ফলক থেকে সাইফুর রহমানের নাম পর্যন্ত মুছে দিয়েছে। বাংলাদেশের মানুষের হৃদয়ে চিরদিন সাইফুর রহমানের নাম জাগরুক থাকবে উল্লেখ করে তিনি বলেন, মানুষের হৃদয় থেকে কোনভাবেই সাইফুর রহমানের নাম মোছা যাবে না। ’
বিএনপি নেতা বুলু আরো বলেন, সরকার হিংসার বশবর্তী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে হয়রানি করছে। জোবায়দা রহমানকে একটি আলোকিত পরিবারের সন্তান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনে জিয়া পরিবারই সিলেটের উন্নয়নে নেতৃত্ব দেবে।
অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক ও ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. শামীমুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. কামাল আহমদ চৌধুরী, প্রফেসর ড. সাজেদুল করিম, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট মদন মোহন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বক্তব্য রাখেন।
স্মরণসভায় সভাপতির বক্তব্যে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটে এম সাইফুর রহমানের উন্নয়ন কর্মকা- তুলে ধরে বলেন- এম সাইফুর রহমান সিলেট উন্নয়নে কখনো কার্পণ্য করেননি। বরং আমরা যেসব উন্নয়ন কর্মকা- উত্থাপনই করিনি সেসব উন্নয়ন কাজ তিনি করেছেন। সাইফুর রহমান সিলেটের মানুষের হৃদয়ে তার উন্নয়ন কর্মকা-ের কারণে স্থান করে নিয়েছেন।
অনুষ্ঠানে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় সদস্য ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, নগর বিএনপি’র সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন কবি ও প্রাবন্ধিক সালেহ আহমদ খসরু।