এমপি মানিককে ওসমানী বিমানবন্দরে বিপুল অভ্যর্থনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ৫:৫৯:৩৪ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : যুক্তরাজ্য ও ইতালীসহ বিভিন্ন দেশ সফরশেষে দেশে ফেরা উপলক্ষে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে তাঁকে ছাতক-দোয়ারা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিপুল সংবর্ধনা প্রদান করা হয়। পরে বিশাল মোটর শোভাযাত্রা সহকারে তাকে গোবিন্দগঞ্জে নিয়ে যাওয়া হয়।
গোবিন্দগঞ্জ পয়েন্টে আওয়ামী লীগ নেতা ছোরাব আলীর সভাপতিত্বে পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন মুহিবুর রহমান মানিক এমপি। সংবর্ধনা শেষে মোটর সাইকেল শোভা যাত্রা নিয়ে ছাতক শহরের মন্ডলীভোগস্থ বাস ভবনে পৌঁছান তিনি। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও গোবিন্দগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোয়ারা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, অধ্যক্ষ সুজাত আলী রফিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদ সদস্য জিপি এডভোকেট রাজ উদ্দিন, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমেদ, পৌর আওয়ামী লীগের আহবায়ক, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ
লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, দোয়ারাবাজারের মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক গয়াছ আহমদ, ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের আহবায়ক মাস্টার আওলাদ হোসেন, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান হাজী সুন্দর আলী, আবু বক্কর সিদ্দিক, সাবেক ইউপি চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মুরাদ হোসেন, ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ, ইউপি চেয়ারম্যান আব্দুল হক, সাংবাদিক বদর উদ্দিন আহমদ, সাবেক চেয়ারম্যান আফজাল আবেদিন আবুল, আমিরুল হক, মুজাহিদ আলী, শায়েস্তা মিয়া, আব্দুল মুছাব্বির, এডভোকেট মাসুম আহমদ, এডভোকেট সাহাব উদ্দিন, এডভোকেট সিতাব আলী, এডভোকেট মনির উদ্দিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা রানী দাস, সাবেক কাউন্সিলর আছাব মিয়া, আওয়ামীলীগ নেতা মখলিছুর রহমান, মোশাহিদ আলী, আব্দুল জব্বার খোকন, মতিউর রহমান, মুজিব মালদার, আবুল হাসনাত, হাজী আব্দুল করিম, ফারুক আহমেদ সরকুম, বশির উদ্দিন, নুর মিয়া, কবির আহমদ, এম এ কাদির, এম রশিদ আহমদ, আফতাব উদ্দিন, আব্দুল আউয়াল, ইশতিয়াক তানভীর, রফিকুল ইসলাম কিরণ, মাহফুজ বাবলু, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মালিক, কামাল খাঁন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি বাবুল রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলু, ছাতক সিমেন্ট ফ্যাক্টরির সিবিএ সভাপতি আব্দুল কুদ্দুস, আওয়ামী লীগ নেতা কৃপেশচন্দ, বিমান ঘোষ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজাম্মুল হক রিপনসহ ছাতক, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগ, ছাতক পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী।