দিরাইয়ে ঢাকাগামী বাস খাদে পড়ে আহত ১৫
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ৬:৫৭:২০ অপরাহ্ন
দিরাই সুনামগঞ্জ থেকে সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাইয়ে লিমন পরিবহন নামের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন, মুরছালিন মিয়া, আখি, সিরাজুল, সামলা, নুর মিয়া, হড়লাল, সৈলেন চন্দ্র দাশ, আফতাই, নিয়তি, ফাহিম ও সানিহা।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার মদনপুর সড়কের আনোয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উপজেলার ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বাসের যাত্রীদের উদ্ধারকাজ চালায়। এ ঘটনার পর দিরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দিরাই থেকে লিমন পরিবহন ২৫ জন যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলো। বাসটি উপজেলার আনোয়ারপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
আহতদের দিরাই সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই বাসের চালক ও চালকের সহযোগী (হেলপার) পলাতক আছে।
দিরাই সরকারি হাসপাতালের কর্মরত মেডিকেল অফিসার মনি রানী তালুকদার বলেন,বাস এক্সিডেন্টে আমরা এ পর্যন্ত ১৫ জন রোগীকে চিকিৎসা দিয়েছি তারমধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, দুর্ঘটনার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।