১১৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার ফারইস্টের ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ৭:০৪:৩৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ১১৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুদকের উপ-পরিচালক শারিকা ইসলাম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক পরিচালক ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের স্ত্রী তাসলিমা ইসলাম, জনৈক সেলিম মাহমুদ, কোম্পানির সাবেক মুখ্য কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মো. হেমায়েত উল্যাহ, সাবেক ইভিপি ও প্রজেক্ট ইনচার্জ ইঞ্জিনিয়ার আমির ইব্রাহিম, জনৈক টিপু সুলতান, ফুয়াদ আশফাকুর রহমান এবং মোহাম্মদ আলম খান।
মামলার এজাহারে বলা হয়, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানসহ অন্য আসামিরা পারস্পরিক যোগসাজশে অসৎ উদ্দেশ্যে প্রতারণার মাধ্যমে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে ৭২, কাকরাইলে জমি কেনার নামে ১১৫ কোটি টাকা আত্মসাৎ এবং আত্মসাৎকৃত অর্থ গোপনের উদ্দেশ্যে হস্তান্তর ও স্থানান্তরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অপরাধ করেছেন।
এ অভিযোগে দ-বিধির ১৮৬০ এর ৪০৯ ও ১০৯ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারা অনুযায়ী দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ মামলাটি দায়ের করা হয় বলে জানান দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক।