আইন কর্মকর্তাদের প্রতি নির্দেশনা
গণমাধ্যমে কথা বলতে অ্যাটর্নি জেনারেলের অনুমতি লাগবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ৭:১৭:০৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাটর্নি জেনারেলের অফিস-সংক্রান্ত বিষয়ে কোনো আইন কর্মকর্তা বক্তব্য দিতে চাইলে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে পরামর্শ ও পূর্ব অনুমতি নিতে হবে।
গতকাল বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল অফিসের নির্দেশনায় এ কথা বলা হয়েছে।
গত ৪ সেপ্টেম্বর ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘অ্যাটর্নি জেনারেল কার্যালয় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিচার কার্যক্রম সম্পর্কে খ্যাতিমান ১৬০ বিদেশির সাম্প্রতিক চিঠির প্রতিবাদে একটি বিবৃতি তৈরি করছে এবং তিনি বিবৃতিতে স্বাক্ষর প্রদানে অপারগতা প্রকাশ করেছেন।’ আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সংবাদমাধ্যমে এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানান।
এর পর দিন জাতীয় প্রেস ক্লাবে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, এমরান আহম্মদ মিডিয়ায় ব্রিফিং করে শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তিনি অ্যাটর্নি জেনারেলের অফিসে আইন কর্মকর্তা। যদি তাকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে হয়, তাহলে পদত্যাগ করে বলতে হবে, অথবা কথা বলার জন্য অ্যাটর্নি জেনারেলের অনুমতি নেওয়া উচিত। তিনি কোনোটাই করেননি।
একই দিন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান কাউকে খুশি করতে সাংবাদিকদের কাছে এসব কথা বলেছেন।
তিনি আরও বলেন, ড. ইউনূসের বিচারের বিষয়ে তার কার্যালয় কোনো বিবৃতি দেয়নি।