লিডিং ইউনিভার্সিটিতে টিএইচএম-ভাইকিং টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ৫:০২:০২ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক: লিডিং ইউনিভার্সিটির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের আয়োজনে টিএইচএম-ভাইকিং টুর্নামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুটবল, দাবা, লুডু এবং পিলো পাসিং খেলায় অংশগ্রহণ করে।
টিএইচএম-ভাইকিং টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই, লিডিং ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, কলা ও আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান।
টিএইচএম-ভাইকিং টুর্নামেন্ট -২০২৩ এর ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে টিএইচএম টাইগার এবং রানার আপ টিএইচএম থান্ডার। ম্যান অব দ্য ম্যাচ এবং গোল্ডেন গ্লাভস নির্বাচিত হয়েছে জাহেদ এবং ম্যান অব দ্য টুর্নামেন্টের ডাইয়ান। টুর্নামেন্টের লুডু খেলায় বিজয়ী হয়েছে শিক্ষার্থী ওয়াজি, দাবায় কেলবিন এবং পিলো পাসিং এ বিজয়ী আফিফ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মো. আব্দুল হালিম এবং এবারের টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিল এডুকেশন কেয়ার এবং একাত্তরের কথা।