সম্মিলিত নাগরিক কমিটির সভা
শায়খুল হাদিস মুহিব্বুল হক গাছবাড়ীর স্মারকগ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ৫:৩৮:৫৭ অপরাহ্ন
দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ীর জীবন ও কর্ম নিয়ে একটি বৃহৎ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। গত বুধবার রাত ৯টায় নগরীর শাহী ঈদগাহর সৈয়দপুর হাউসে সম্মিলিত নাগরিক কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সদস্য সচিব কাউন্সিলর রেজওয়ান আহমদের সঞ্চালনায় ও প্রবীণ সদস্য গণতন্ত্রী পার্টি সিলেট জেলার সহসভাপতি সৈয়দ সয়েফ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সম্মিলিত নাগরিক কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু।
আলোচনায় অংশ নেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব ও সৈয়দপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদ, সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য মাওলানা সৈয়দ মুসাদ্দিক আহমদ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসাধারণ সম্পাদক আবদুস সাদেক লিপন, আলিম ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলিমুছ ছাদাত চৌধুরী, দৈনিক সিলেটের ডাকের সাহিত্য সম্পাদক ফায়যুর রাহমান, জামিআ সিদ্দিকিয়ার উপপরিচালক (এডুকেশন) মাওলানা রেজাউল হক, উপপরিচালক (প্রশাসন) হেলাল হামাম, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক মাহবুব মুহাম্মদ, প্রচ্ছদ শিল্পী নাওয়াজ মারজান ও পাঠক সংঘ শৈলীর সভাপতি সাইয়্যিদ মুজাদ্দিদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সৈয়দ তাসলিম আহমদ।-বিজ্ঞপ্তি