সিলেট-ফেঞ্জুগঞ্জ-রাজনগর সড়কের সংস্কার কাজের উদ্বোধন
দেশের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে ————————এমপি হাবিব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৩, ৩:২৪:৫১ অপরাহ্ন
সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, অভূতপূর্ব উন্নয়নে দেশের যোগাযোগ ব্যবস্থা বদলে যাচ্ছে। পদ্মা সেতু, মেট্রোরেল, এক্সপ্রেস ওয়ে, কক্সবাজার রেল সংযোগসহ যোগাযোগ অবকাঠামোর যুগান্তকারী উন্নয়ন হয়েছে। ফলে যাতায়াত ও পণ্য পরিবহন এখন অনেক সহজ ও দ্রুততর হয়েছে। সরকার একটি সুসমন্বিত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলছে।’ প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে সিলেট-ফেঞ্চুগঞ্জ-রাজনগর -মৌলভীবাজার সড়কের সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজ রহমানের সভাপতিত্বে ও ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজান আহমদ শাহ’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শওকত আলী , সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল ,সহ সভাপতি সিরাজুল ইসলাম , যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই খছরু, মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবেদ আহমদ চৌধুরী শিপু, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান শাহিন , ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মনা, বিশিষ্ট ব্যবসায়ী হান্নান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি