দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেই ——– খন্দকার আব্দুল মুক্তাদির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৩, ৩:৩৬:৪৮ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও খন্দকার আব্দুল মালিক ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেই। যে জাতি মেধাবীদের মূল্যায়ন করতে পারে না, সে জাতি কখনো সামনে অগ্রসর হতে পারে না। মেধাবী শিক্ষার্থীরা জাতির প্রেরণার উৎস।
গতকাল শনিবার দুপুর ১২টায় সিলেট হাউশা সদরস্থ সাবিনা কমিউনিটি সেন্টারের হলরুমে ব্রাদার্স নেটওয়ার্ক ইন ইউরোপ এর উদ্যোগে আয়োজিত ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ব্রাদার্স নেটওয়ার্ক ইন ইউরোপ এর সভাপতি জইন ইউ আহমেদ জনির সভাপতিত্বে ও পশ্চিম সদর ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কামরান উদ্দিন অপুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ল’ কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক চৌধুরী, ডাক্তার খলিলুর রহমান, সমাজসেবক মোরাদ হোসেন, প্রাইম আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, যুবনেতা উসমান গনী, তুফায়েল আহমেদ, শিহাব খান, উসমান হারুন পনির, আঙ্গুর আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেবুল আহমেদ, ওয়াহিদ রুকন, মুহিব্বুর রহমান মুহিব, মাহবুব আহমেদ, জাহাঙ্গীর আলম, ফয়ছল আহমেদ, ডালিম চৌধুরী, লিটন আহমেদ, সাইফুল ইসলাম, হানিফ, রেজাউল হক রেজা, সুহানুর রহমান সুহান, জাবেদ, সানি, মুক্তাদির, নোমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃর্তী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি