সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৩, ৪:২৭:২৫ অপরাহ্ন
দেশে ফিরেছেন ছাতক উপজেলা
চেয়ারম্যান ফজলুর রহমান
বিমানবন্দর ও গোবিন্দগঞ্জে সংবর্ধনা
গোবিন্দগঞ্জ (ছাতক) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান প্রায় ২ মাস যুক্তরাজ্য সফর শেষে গতকাল শনিবার সকালে দেশে ফিরেছেন। সকাল ৯টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে ভি আই পি লাউঞ্জে তাকে ফুলেল সংবর্ধনা জানান ছাতক উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান তার বক্তব্যে উপস্থিত দলীয় নেতা-কর্মী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের অভিনন্দন জানিয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবর্ধনাকালে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া, ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন প্রমুখ। এরপর এক বিশাল মোটর শোভাযাত্রার মাধ্যমে বিমানবন্দর থেকে গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন তারা। গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ গেট থেকে মিছিল সহকারে গোবিন্দগঞ্জস্থ নিজ বাস ভবনে তাকে নিয়ে যান নেতাকর্মীরা। এ সময় বাসভবনের সামনে তাকে সংবর্ধন প্রদান করা হয়। সংবর্ধনায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, জাউয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, এডভোকেট মাসুম আহমদ, এডভোকেট ছায়াদুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুল গফফার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজামুল হক রিপন। সিলেট ওসমানী অন্তর্জাতিক বিমানবন্দরে এবং সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা, সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুস শহিদ মুহিত, প্রেসক্লাবের সহসভাপতি বদর উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা মাওলানা আক্তার হোসেন, আব্দুস সামাদ, চান মিয়া চৌধুরী,আফতাব উদ্দিন, ফয়জুল বারী,কদরিছ খান, রইছ আলী মেম্বার, আবুল হাসনাত,আব্দুস সালাম, অতুল দেব, আব্দুল আলীম মেম্বার, আছকির আলী মেম্বার, জুসেফ আহমদ, ফারুক আহমদ সরকুম, পীর মোহাম্মদ আলী মিলন, মুজিব মালদার, হারুন মিয়া প্রমুখ।