জকিগঞ্জে শিক্ষার্থী সংবর্ধনায় মাসুক উদ্দিন আহমদ দেশে শিক্ষার হার বেড়েছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৩, ৪:৩৪:৫৬ অপরাহ্ন
শিক্ষার্থীদের প্রবাসের নেশা কাটাতে হবে: মেয়র আনোয়ারুজ্জামান
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারিকরণসহ যাতে শতভাগ শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে পারে; সেজন্য শিক্ষা বৃত্তি চালু করেছে। এজন্য দেশে শিক্ষার হার বেড়েছে।
গতকাল শনিবার জকিগঞ্জ সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ও পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী এবং এসএসসি ও দাখিল পরিক্ষায় এ প্লাসপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের উপদেষ্টা আব্দুল আজিজের সভাপতিত্বে ও কবির আহমদের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, সিলেটের মানুষ সব সময় শিক্ষাসহ সকল ক্ষেত্রে এগিয়ে রয়েছে। সিলেটের মানুষ এক সময় সারাদেশকে নেতৃত্ব দিয়েছে। বর্তমানেও দেশকে নেতৃত্ব দেয়ার মতো অনেক মানুষ সিলেটে রয়েছেন। তবে সিলেটের মানুষ প্রবাসমুখী, এজন্য বর্তমানে শিক্ষার হার কমে যাচ্ছে। তিনি বলেন, প্রবাসের নেশা কাটিয়ে
শিক্ষার হার বাড়াতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সদস্য বোরহান উদ্দিন আহমেদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাকীম আলী হায়দার, মহানগর আওয়ামী লীগের সদস্য আতিকুর রহমান সুহেদ, ইফজাল চৌধুরী, আবুল খায়ের চৌধুরী, হাজি খলিল উদ্দিন, মহসিন মোর্তুজা, আপ্তাব আহমদ, এম এ জি বাবর, নাসিম আহমদ, সিরাজ উদ্দিন, এম আজমল হোসেন, শহীদ আহমদ, শেখ করিম, খুররম চৌধুরী, এ সামাদ, শিহাব উদ্দিন, তুতিউর রহমান, আমিনুল ইসলাম চৌধুরী, আব্দুল গনি, বাবুল হোসাইন, পৌর আল ইসলাম সভাপতি কাজি হিফজুর রহমান, সঞ্জয় চন্দ্র নাথ, আব্দুল আলীম। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিশ্বজয়ী কোরআনে হাফেজ আবু তালহা, অভিব্যক্তি প্রকাশ করেন ৪১তম বিসিএস-এ সুপারিশপ্রাপ্ত স্বপন আহমদ। বিজ্ঞপ্তি