শান্তিগঞ্জে পুটিয়া নদী থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৩, ৪:৫৬:১২ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: শান্তিগঞ্জে পুটিয়া নদী থেকে এক অজ্ঞাতনামা কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বেলা দেড়টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের আমরিয়া গ্রাম সংলগ্ন কবরস্থানের পার্শ্ববর্তী পুটিয়া নদীর কিনারে অজ্ঞাতনামা ১০/১২ বছরের এক কিশোরের অর্ধগলিত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে শান্তিগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পুলিশ লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ চৌধুরী জানান, লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে রয়েছে। এখন পর্যন্ত লাশ শনাক্ত কিংবা তার আত্মীয় স্বজনের কোন সন্ধান পাওয়া যায়নি।